চতুর্থ জেনারেশনের অ্যাপল ওয়াচ উন্মোচন করলো মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হওয়া অ্যাপল ইভেন্টে অ্যাপল ওয়াচ সিরিজ ৪ নামের এই স্মার্টওয়াচ উন্মোচন করেন অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস।
অ্যাপল অ্যাপল ওয়াচ সিরিজ ৪-এর স্ক্রিনের আকার বাড়িয়েছে বলে জানান উইলিয়ামস। নতুন এই পরিধেয় ডিভাইস দুটি সাইজে আসবে। এ ছাড়াও নতুন দ্রুতগতির এস ৪ প্রসেসর রয়েছে এই ওয়াচে।
উইলিয়ামস বলেন, “এর সব কিছুই শুরু হয় চমৎকার নতুন একটি ডিসপ্লে দিয়ে। আমরা স্ক্রিনটকে কিছুটা ডান পাশের দিকে সরিয়েছি আর ধারগুলো ওয়াচের সঙ্গে মিশিয়ে দিতে বাকিয়ে দিয়েছি।”
দাম কত?
শুধুমাত্র জিপিএস সহ নতুন অ্যাপল ওয়াচ ৪ এর দাম ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ২৮,৭০০ টাকা)। তবে সেলুলার ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ৪৯৯ মার্কিন ডলার (প্রায় ৩৫,৯০০ টাকা)।
যা গত বছরের অ্যাপল ওয়াচ ৩ এর দামের সমান। ১৪ সেপ্টেম্বর থেকে নতুন অ্যাপল ওয়াচ ৪ প্রি-অর্ডার শুরু হবে। বিক্রি শুরু ১৭ সেপ্টেম্বর।
নতুন অ্যাপল ওয়াচ ৪ লঞ্চের পরে অ্যাপল ওয়াচ ৩ এর দাম কমে হল ২৭৯ মার্কিন ডলার (প্রায় ২০,১০০ টাকা)।
এক নজরে ফিচারসমূহ:
- নতুন এই স্মার্টওয়াচের সবথেকে আকর্ষণীয় ফিচার এই ডিভাইসের ইসিজি ফাংশান। নিজের ঘড়ি থেকেই করা যাবে ইসিজি।
- এছাড়াও থাকবে নতুন হার্ট রেট সেন্সার, যা হার্ট রেট কমে গেলে বা বেড়ে গেলে গ্রাহককে সতর্ক করবে।
- ৪০মিমি ও ৪৪ মিমি কেসিং অপশানে পাওয়া যাবে নতুন অ্যাপল ওয়াচ ৪।
- ডিজাইনের দিক থেকে আগের জেনারেশান থেকে খুব বেশি তফাৎ না এলেও অ্যাপল ওয়াচ ৪ এ থাকবে এজ-টু-এজ ডিসপ্লে।
- অ্যাপল ওয়াচ ৪ এর ভিতরে থাকবে অ্যাপল এস৪ চিপসেট। যার মধ্যে রয়েছে একটি ৬৪ বিট ডুয়াল কোর প্রসেসার। এছাড়াপ থাকবে একটি নতুন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
- এবার থেকে অ্যাপল ওয়াচ ৪ এর ডিজিটাল ক্রাউন হেপটিক ফিডব্যাক দেবে। এছাড়াও নতুন অ্যাপল ওয়াচ এ যোগ হয়েছে আগের থেকে ভালো স্পিকার। নতুন স্পিকারে আগের থেকে ৫০ শতাংশ জোরে আওয়াজ হবে।
- হঠাৎ মাটিতে পড়ে গেলে তা বুঝে নিতে পারবে অ্যাপল ওয়াচ ৪ । সাথে সাথে জরুরি কনট্যাক্টের সাথে যোগাযোগ করতে সক্ষম এই স্মার্টওয়াচ। এছাড়াও হঠাৎ হার্ট রেট কমে গেলে তা জানাবে নতুন অ্যাপল ওয়াচ।
- নতুন অ্যাপল ওয়াচ ৪ দিয়ে ইসিজি করা সম্ভব। এই ইসিজিরিপোর্ট সোজা ফোনের অ্যাপ এ চলে আসবে। পিডিএফ ফাইলে এই ইসিজি স্ট্রিপ দেখতে পাবেন গ্রাহকরা।
- অ্যাপল ওয়াচ ৪ পড়ে জলে সাঁতার কাটা যাবে। এই ঘড়িতে রয়েছে ব্লুটুথ ৫.০ আর অপ্টিকাল হার্ট রেট সেন্সার। অ্যাপল ওয়াচ ৪
তে চলবে লেটেস্ট ওয়াচ ওএস৫। এর সাথেই অ্যাপল ওয়াচ ৪ এ যোগ হয়েছে তিনটি নতুন ওয়াচফেস।
এই ইভেনন্টে টিম কুক বলেন অ্যাপল ওয়াচ এই মুহুর্তে বিশ্বের সব থেকে বেশি বিক্রি হওয়া ঘড়ি।