আগামী মাসে ঘোষণা আসছে নকিয়ার নতুন ফোনের। ডিভাইসটির নাম হতে পারে নকিয়া এক্স ৭ কিংবা ৭.১ প্লাস। ডিভাইসটি সম্পর্কে নানা গুঞ্জন শোনা যাচ্ছে অনলাইনে।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম বাইডুতে ডিভাইসটির ছবি ফাঁস হয়েছে। এতে দেখা যায়, ডিভাইসটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাশ। ক্যামেরার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও নকিয়ার লোগো। কপার ও সিলভার রঙে পাওয়া যাবে ডিভাইসটি।অনলাইনে ফাঁস হওয়া তথ্য জানা যায়, ফোনটিতে থাকবে নচ ডিসপ্লে।
অ্যাস্পেক্ট রেশিও ১৯:৯। ৬ গিগাবাইট র্যামের পাশাপাশি ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ ব্যবহার করা হবে। এটি হবে নকিয়ার মিডরেঞ্জ সিরিজের ফোন।
আগামী মাসে ৪ তারিখ এক অনুষ্ঠানে ডিভাইসটির ঘোষণা দেবে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এইচএমডি। এই ডিভাইস ছাড়াও নকিয়া ৯ নামে একটি ফ্ল্যাগশিপ ডিভাইসের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
নকিয়া এক্স ৭ কিংবা ৭.১ প্লাস এর দাম ভারতে হতে পারে ৩০ হাজার রুপি। বাংলাদেশে এর দাম ৪০ হাজার টাকার ওপরে হবে।