দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড উই এর একটি মোবাইল কিনলে একটি ফ্রি অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি।বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলার প্রথম দিন থেকেই এই অফার দিচ্ছে ব্র্যান্ডটি।তাদের তিনটি মডেলের ফোনে এই ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার দিচ্ছে উই।উই বি৩ মডেলের ফোনটিতে রয়েছে দুই জিবি র্যাম, ১৬ জিবি রম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অ্যান্ড্রয়েড নোগাট চালিত ওফারেটিং সিস্টেমের ফোনটির ছাড়ে মেলায় বিক্রি হচ্ছে ৯ হাজার টাকায়।এক্স৩ মডেলের ফোনটিতে রয়েছে তিন জিবি র্যাম, ৩২ জিবি রম। অ্যান্ড্রয়েড নোগাট চালিত ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ৩০০০ এমএএইচ বাটারির ফোনটির দাম ১২ হাজার টাকা।এছাড়াও তাদের এস১ মডেলের ফোনটির সঙ্গেও এই অফার দিচ্ছে। ফোনটিতে রয়েছে দুই জিবি র্যাম, ১৬ জিবি রম এবং ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটি মেলায় ছাড়ে বিক্রি হচ্ছে ৯ হাজার ৫০০ টাকায়।এই তিনটি মডেলের ফোনের সঙ্গে উই মোবাইল গেট ওয়ান হিসেবে স্মার্টফোন দিচ্ছে। গেট ওয়ান হিসেবে পাওয়া ফোনটিতে রয়েছে ৫১২ মেগাবাইটের র্যাম এবং ৪ জিবি রম। রয়েছে ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।অফারটি মেলার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে।
একটি কিনলে একটি ফ্রি উই স্মার্টফোন
written by Baadshah
জানুয়ারি ১৩, ২০১৮
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
গেম তৈরিতে সম্ভাবনাময় বাংলাদেশ
next post