গুগল, অ্যাপল ও টেসলার মতো বড় বড় প্রতিষ্ঠান আগেই চালকবিহীন গাড়ি প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। এবার এ প্রযুক্তিতে বিনিয়োগ করল ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
বিষয়টি নিশ্চিত করেছেন আলিবাবার প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। সম্প্রতি ব্যাংককে এক ব্যাবসায়িক সফরে তিনি বলেন, আমরা চালকবিহীন গাড়ি নিয়ে গবেষণা করছি। আমাদের চেষ্টা, কী করে গাড়িটি আরো স্বয়ংক্রিয় এবং মানুষের জন্য সহযোগী হিসেবে তৈরি করতে পারি। এটি শুধু একটি চালকবিহীন গাড়ি হবে না।’
সম্প্রতি হোন্ডা চালকহীন গাড়ি প্রযুক্তিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রায় চার বছর আগেই ফোর্ড ২০২১ সালের মধ্যে ধাপ ৪ এর স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামানোর লক্ষ্যে কাজ করে। অপরদিকে ধাপ ৫ এর নমুনা প্রযুক্তি দ্রুত দেখানো সম্ভব হবে বলে জানিয়েছে টেসলা।
১ comment
[…] দেয়া চীনা অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান, আলীবাবা গ্রুপ এর প্রেসিডেন্ট মা ইউন (Jack Ma) তরুন […]