বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও ফার্মাসিটিক্যাল কোম্পানি ফার্মাশিয়া লিমিডেট সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, ফার্মাশিয়া লিমিটেডের কর্মকর্তারা কর্পোরেট যোগাযোগের জন্য বাংলালিংক-এর সিম, বান্ডেল অফার, ইন্টারনেট প্যাক, ফোর জি উপযোগী হ্যান্ডসেট ও অন্যান্য সার্ভিস ব্যবহার করবেন। উল্লিখিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ বিজনেস অফিসার শুক্রি বারঘোট, হেড অফ কর্পোরেট সেলস্ ফাহমিদুল হাসান, কর্পোরেট গ্রুপ ম্যানেজার, কি অ্যাকাউন্টস্,পারভেজ আহমেদ ও কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার মো. আরিফুল ইসলাম। ফার্মাশিয়া লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার তপন কুমার রায়, হেড অফ এইচআরডি এ্যান্ড অ্যাডমিন ফয়সাল আর ফেরদৌস, ডেপুটি ম্যানেজার (পিএ্যান্ডডি) মো. আলাউল করিম ও ন্যাশনাল সেলস্ ম্যানেজার আহম্মেদ আলি রানা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের উপস্থিত কর্মকর্তারা বাংলালিংকের ফোর জি সেবা, স্পেকট্রাম ক্রয় ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post