জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সভায় বিভিন্ন ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে। গত ৪ সেপ্টেম্বর, সংসদ ভবনে ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব, কমিটি সাপোর্ট উইং) জেবুন্নেসা করিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগপ্রধানেরা তাদের নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি উপস্থাপন করেন এবং জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। সভায় জানানো হয়, আনুমানিক ৯০ লাখ টাকা দাপ্তরিক ও ব্যক্তিগতভাবে হারিয়ে গেছে।
এ অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট অনুবিভাগপ্রধানের কাছে জমা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।