কত কথা এ ফোন নিয়ে। কত কিছু থাকবে বলা হচ্ছিল এতে। এতে কি আছে? বিশ্বের প্রথম ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিয়ে হাজির হয়েছে অপো এফ৭। নানা গুঞ্জনের শেষে ফোনটি আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়েছে। ৬ দশমিক ২৩ ইঞ্চি সুপার ফুল স্ক্রিন ২ ডিসপ্লের মধ্যে থাকা খাঁজে ক্যামেরাটি দেয়া হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২২৮০ x ১০৮০ পিক্সেল, অনুপাত ১৯:৯।ভিতরে আছে মিডিয়াটেক হেলিও পি২০ প্রসেসর। অক্টাকোর প্রসেসরটিতে আছে মালি জি৭২ এমপি৩ জিপিউ। সঙ্গে আছে ৪ গিগাবাইট র্যাম আর ৬৪ গিগাবাইট স্টোরেজ।সামনের ক্যামেরাটির সেন্সর সনি আইএমএক্স৫৭৬। ভিভিড মোড, অগমেন্টেড রিয়েলিটি, এইচডিআর ও এআই বিউটি ২ মোড দেয়া হয়েছে। পেছনে আছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট রিডার।যারা আরও বেশি মাল্টিটাস্কিং চান তাদের জন্য ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সমৃদ্ধ মডেলও বাজারে আনা হয়েছে।অ্যান্ড্রয়েড ৮ ওরিও আর ৩৪০০ এমএএইচ ব্যাটারি থাকছে ফোনটিতে। পাওয়া যাবে কালো, সিলভার ও লাল তিনটি রঙে।মূল্য ধরা হয়েছে ২১ হাজার ৯৯৯ রুপি, ৬ গিগাবাইট র্যামের জন্য মূল্য হবে ২৬ হাজার ৯৯৯ রুপি। দেশে মূল্য কত হবে সেটা এখনো বলা যাচ্ছে না।
অপোর এই সেই চমক দেওয়া নতুন ফোন এফ৭
written by Baadshah
মার্চ ২৮, ২০১৮
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
নির্বাচন এবার হবেই! ৩১ মার্চই হচ্ছে বেসিস নির্বাচন
next post