আর-ভেঞ্চারস ৩.০ স্টার্ট-আপ প্রস্তাব জমা নিতে শুরু করছে। শুরু হল রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারসের তৃতীয় সংস্করণে স্টার্ট-আপ প্রস্তাব জমা দেওয়ার সুযোগ।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অংশগ্রহণকারীরা তাদের প্রস্তাব জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণকারীরা এই লিঙ্কটি- https://www.robi.com.bd/en/personal/r-ventures ব্যবহার করে তাদের প্রাথমিক পর্যায়ের এবং অগ্রসরমান স্টার্টআপগুলো নিবন্ধন করতে পারবেন।
সম্প্রতি আর-ভেঞ্চারস ৩.০-এ নির্বাচিত স্টার্টআপগুলিতে আড়াই কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে রবি।
রবির পাশাপাশি খাত বিশেষজ্ঞের একটি প্যানেল স্টার্টআপগুলোতে আলাদাভাবে বিনিয়োগ করবে। বিনিয়োগের জন্য নির্বাচিত স্টার্টআপগুলো আর-ভেঞ্চারসের সমৃদ্ধ পোর্টফোলিওর অংশ হবে; যার মধ্যে ইতোমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শাটল, এয়ারব্রিঙ্গার, মেডইজি, সিগমাইন্ডের মত সফল উদ্যোগগুলো। এছাড়া স্টার্টআপগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা পরামর্শ, মেন্টরশিপ এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কাজ করার সুযোগ পাবেন।
প্রস্তাব জমা দেওয়ার পর, স্টার্টআপগুলো স্ক্রিনিং এবং যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে যাবে। প্রথম পর্ব শেষে প্রায় ৫০টি স্টার্টআপকে বাছাই করা হবে।
বাছাইকৃত স্টার্টআপদের জন্য বেশ কিছু বিনিয়োগকারী পিচিং ওয়ার্কশপের আয়োজন করা হবে। যেখানে তারা রবির উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ জুরি প্যানেলের সামনে তাদের প্রস্তাবগুলো তুলে ধরবেন।
সর্বশেষ সরাসরি সম্প্রচার হতে যাওয়া ইনভেস্টর ডের জন্য প্রায় ১৫ থেকে ২০টি স্টার্টআপকে বাছাই করা হবে, যেখানে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সিদ্ধান্তগুলো ঘোষণা করবেন।
রবির আইসিটি সাবসিডিয়ারি রেডডট ডিজিটালের পৃষ্ঠপোষকতায় আর-ভেঞ্চারস হল একটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড প্ল্যাটফর্ম, যা আর-ভেঞ্চারস প্রাইভেট ইক্যুইটি ফান্ড হিসাবে গঠিত। প্লাটফর্মটির জেনারেল পার্টনার হলো এসবিকে টেক ভেঞ্চারস, যারা ফান্ড পরিচালনায় কাজ করছে।
আর-ভেঞ্চারস ও রবি সম্পর্কে:
রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে।
এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে।
দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।