বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়া চীনা অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান, আলীবাবা গ্রুপ এর প্রেসিডেন্ট মা ইউন (Jack Ma) তরুন উদ্যোক্তাদের প্রতি বলেন:
১. তরুন বয়সে ভুল হচ্ছে বড় বিনিয়োগ, প্রতিটি ভুল থেকেই তুমি লাভবান হতে পার ।
২. ২৪ বছরে পড়াশোনা শেষ কর । পঁচিশের পর থেকে ভুল করতে থাক, ব্যর্থ হও আবার ওঠে দাঁড়াও ।
৩. জীবনের শুরুতে কাজ শুরু কর ছোট কোম্পানীতে, কাজ শিখতে পারবে । ছোট কোম্পানীতে শিখবে অল্প সময়ে একই সঙ্গে কিভাবে অনেক কাজ করা যায় । বড় কোম্পানীতে কাজ করা মানে বড় মেশিনেরে খুচরা পার্টস হওয়া ।
৪. কোন্ কোম্পানীতে কাজ করছ তা’বিষয় নয়, কেমন বসের অধীনে কাজ করছ সেটিই মূখ্য। একজন ভালো বস একেক কর্মীর জীবন পাল্টে দিতে পারে।
৫. যে কোন পরিস্থিতিতে পড়ো, জানো, ভ্রমণ করো, অভিজ্ঞতা সমৃদ্ধ করো আর আবিষ্কার করো নিজেকে।
৬. ত্রিশের পর নিজের দিকে তাকাও । নিজের ভিত্ শক্ত করো ।
৭. চল্লিশের পর ছুটাছুটি বন্ধ কর । যে কাজটি সবচাইতে ভালো পারো সেটির প্রতিই নজর দাও। এখন আর নতুন কিছু করার চেষ্টা না করাই ভালো । নতুন কিছুতে সফল হতে পারো, কিন্তু ব্যর্থ হওয়ার ঝুঁকি অনেক বেশি।
৮. পঞ্চাশ বছর থেকে কাজ কর তরুনদের জন্য, কারন এখন তরুনরা যা পারবে তা’ তুমি পারবে না ।
৯. ষাট বছরের পর নিজের সব গুটিয়ে আনো । সব গুছিয়ে অনো পরবর্তী প্রজন্মের জন্য ।
১০. সত্তরের পর সব শুধু নিজের জন্য । বিশ্রাম, বিনোদন, নিজের কৃতকর্ম দেখো, খুশি থাকো ।
(ইংরেজি থেকে অনুদিত)
লেখক: মুহাঃ তানভীরুল হক নিবিড়
ফেসবুক আইডি: https://www.facebook.com/raffsan.nirjhon
previous post
২ comments
ধন্যবাদ ভাইয়া। আমাদের জানার সুযোগ করে দেয়ার জন্য।
wow,,,very important post